যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ১০:২৯ এএম


ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর এবারের লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেগা এই ইভেন্টের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না পর্তুগিজ মহাতারকা। তাই নিজেকে সম্পূর্ণ ফিট রাখতেই ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সিআরসেভেন। আল নাসরের হয়েও মেজর শিরোপা জিততে মরিয়া ক্রিশ্চিয়ানো। সেজন্যই অন্য ক্লাবে না গিয়ে, নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি।

বিজ্ঞাপন

অনেকেই ভেবেছিলেন সৌদি আরবের পাট চুকিয়ে ফেলেছেন রোনালদো। নতুন কোন ক্লাবে যাচ্ছেন সিআরসেভেন তা নিয়ে কৌতূহল ছিলো ক্রীড়াবিশ্বে। অনেকেরই ধারণা ছিলো, লোনে হলেও নতুন কোনো দলে যোগ দিয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন তিনি। কিন্তু, সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে আল নাসরেই থেকে গেলেন এই পর্তুগীজ তারকা। এতোদিন চুপ থাকলেও চুক্তি নবায়নের পর সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো।  

ক'দিন আগেই পর্তুগালের জার্সিতে নেশন্স লিগ জয় করেছেন ক্রিস্টিয়ানো। এবার তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও আছে তার। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখতেই ক্লাব বিশ্বকাপে খেলার অফার ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে আল নাসরের হয়ে ট্রফি জয়ের ক্ষুধা। আরব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া সৌদি ক্লাবটির হয়ে এখনও মেজর কোনো শিরোপা জিততে পারেননি তিনি।  

বিজ্ঞাপন

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু আমার বিশ্রাম প্রয়োজন। লম্বা একটা মৌসুম আসছে। ফিফা বিশ্বকাপ রয়েছে। আমি নিজেকে প্রস্তুত রাখতে চাই। শুধু আল নাসর নয়, জাতীয় দলের জন্যও।

তিনি আরও বলেন, সবশেষ মৌসুমের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ফ্যানদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হবো। সেজন্যই চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছি। 

আরও পড়ুন

আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত ৯৯টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক হাজার গোল করার লক্ষ্যে দুর্বার গতিতে ছুটছেন আল নাসরের এই তারকা খেলোয়াড়। এরই মধ্যে তার ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৩৮ এ চলে গিয়েছে। এখন দেখার বিষয় নতুন মৌসুমেও তার ছন্দ ধরে রাখতে পারেন কিনা ক্রিশ্চিয়ানো রোনালদো।  

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission