সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন স্বর্ণজয়ী আরচার আলিফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০২:৫৮ এএম


সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন স্বর্ণজয়ী আরচার আলিফ
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন এশিয়া কাপ আরচারিতে স্বর্ণপদক জয়ী আরচার আব্দুর রহমান আলিফসহ দলের অন্য সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় দেশে ফিরলে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান বাংলাদেশ আরচারি ফেডারেশন ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে শুক্রবার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দেন আরচার আব্দুর রহমান আলিফ। সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেন তিনি। ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। 

বিজ্ঞাপন

জানা যায়, ফাইনালে প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আরচার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপে স্বর্ণজয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission