ক্লাব বিশ্বকাপ

ব্যর্থ মেসি, অস্কার জাদুতে ১ পয়েন্ট ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ১২:১৭ পিএম


ব্যর্থ মেসি, অস্কার জাদুতে ১ পয়েন্ট ইন্টার মায়ামির
আল আহলির বিপক্ষে বল নিয়ে ছুটছেন মেসি। ছবি: এএফপি

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক ইন্টার মিয়ামি ও মিসরের ক্লাব আল আহলি। প্রথম ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি লিওনেল মেসি। তবে অস্কার জাদুতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) সকালে হার্ড রক স্টেডিয়ামে জাদুকরি ফুটবল দক্ষতার ঝলক দেখালেও গোল করতে ব্যর্থ হন মেসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে ভক্তরা ব্যাপকভাবে ভিড় জমায়। তবে মেসি তার সেরাটা পুরোপুরি দেখাতে পারেননি।

ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল। তবে ত্রেজেগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামি গোলরক্ষক অস্কার উসতারি। 

বিজ্ঞাপন

আর্জেন্টাইন এই গোলরক্ষক শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি। যে কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠে উস্তারির হাতে।

AFP__20250615__62EL62Y__v1__HighRes__FblWcClub2025Match01AhlyInterMiami

উসতারির মতো ব্যস্ত সময় পার করতে হয়েছে আল আহলি গোলকিপার মোহাম্মদ এল সেনাউয়িকেও। মোট ৫টি সেভ করেছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার। যার একটি ছিল ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেজের শটে। এর কিছুক্ষণ আগে মেসির একটি শট বারে গিয়ে লাগে। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে দুই দল।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মায়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পাইমেইরাস। আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আটলান্টায় পোর্তোর মুখোমুখি হবে মায়ামি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission