ফাইনালে যাওয়ার লক্ষ্যে পিএসজির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ১১:২৩ এএম


চ্যাম্পিয়ন্স লিগ
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার লক্ষ্যে বুধবার (৭ মে) রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। সেমিফাইনালের প্রথম লেগে লন্ডনে পিএসজির কাছে ১-০ গোলে পরাজিত হয় আর্সেনাল। এই ম্যাচ জিততে না পারলে ১৯ বছর আগের দুঃস্বপ্ন আর্সেনালের ফিরে আসতে পারে।  

বিজ্ঞাপন

২০০৬ সালে প্যারিসে বার্সেলোনার কাছে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে যায় আর্সেনাল। এবারের আসরে দ্বিতীয়বার ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে মিকেল আর্তেতার দলকে জিততে হবে। আর এই পথে তাদের প্রধান বাধা পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। যিনি প্রথম লেগে তার পারফরম্যান্স দিয়ে আর্সেনালকে গোলবঞ্চিত করে।   

প্রথম লেগে উসমান দেম্বেলের একমাত্র গোলে পিএসজি জয় পেলেও, ম্যাচের প্রকৃত নায়ক ছিলেন দোনারুমা। তার অসাধারণ পাঁচটি সেভ আর্সেনালকে ম্যাচে ফিরতে দেয়নি। দোনারুমার এই বীরত্ব শুধু প্রথম লেগেই সীমাবদ্ধ নয়; চলতি মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর জন্য তিনি যেন এক আতঙ্কে পরিণত হয়েছেন। 

বিজ্ঞাপন

পিএসজি শেষ ষোলোতে লিভারপুল এবং কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে। শুধু ক্লাব ফুটবলই নয়, ২০২১ সালের ইউরোর ফাইনালে ইতালির জার্সিতে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দেওয়ার নায়কও ছিলেন এই দোনারুমাই। 

পিএসজির অধিনায়ক মার্কিনিওস বলেন,‘চ্যাম্পিয়ন হতে হলে একজন গ্রেট গোলকিপার প্রয়োজন। আমাদের দলে দোনারুমা আছে।’

ইতিহাস অবশ্য আর্সেনালের পক্ষে কথা বলছে না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ঘরের মাঠে প্রথম লেগে হেরেও ফাইনালে ওঠার নজির আছে কেবল আয়াক্স ও টটেনহামের। তবে ফাইনালের আশা ছাড়ছে না আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা থেকে প্রেরণা খুঁজছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন,‘আমাদের একসঙ্গে থেকে প্যারিসে বিশেষ কিছু করার বিশ্বাস ধরে রাখতে হবে। রাগ, হতাশা, ক্ষোভসহ সব আবেগকে শক্তিতে পরিণত করে আমরা ফাইনালে উঠতে চাই।’

উল্লেখ্য, বুধবার (৭ মে) রাতে প্যারিসের পার্ক দ্যা প্রিন্সেসে নির্ধারিত হবে কোন দল পাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট।

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission