‘ফ্রি এজেন্ট’ হিসেবেই রিয়ালে যোগ দিবেন আলোনসো, নেপথ্যে যে শর্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০৬:৫২ পিএম


জাভি আলোনসো
ছবি: এএফপি

২০২২ সালে জার্মান ক্লাব লেভারকুজেনে যোগ দিয়েছিলেন জাভি আলোনসো। তার হাত ধরেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ক্লাবটি। এরপর থেকে গুঞ্জন ওঠে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হচ্ছেন এই স্প্যানিশ ফুটবলার। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আসন্ন ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদ শিবিরে যোগ দিবেন আলোনসো। মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদের পাড়ি জমাবেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন গোলডটকম।

লেভারকুজেনের সঙ্গে আলোনসোর চুক্তি রয়েছে ২০২৬ পর্যন্ত, তারপরও কি কিভাবে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়ালে পড়ি জমাবেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

তবে গোলডটকম প্রতিবেদনে জানিয়েছে, জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তি করার সময় একটি শর্ত দিয়ে রেখেছিল আলোনসো। সেটি হলো রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও রিয়াল সোসিয়েদাদসহ কয়েকটি ক্লাবের কথা উল্লেখ করে রেখেছিলেন এই স্প্যানিশ কিংবদন্তি। এই ক্লাবগুলো থেকে প্রস্তাব পেলেই না বাধায় চলে যাওয়ার অনুমতি দিবে লেভারকুজেন।

আরও পড়ুন

এই শর্তের কারণেই আনচেলত্তির জায়গায় ফ্রি এজেন্ট হিসেবে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিবেন তিনি। কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই এই মৌসুমের পর ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। আসন্ন এলক্লাসিকোর পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তারপরই কোচ হিসেবে আলোনসোর নাম ঘোষণা করতে পারে রিয়াল সভাপতি।

বিজ্ঞাপন

আলোনসো লেভারকুজেনে দায়িত্ব নেয়ার পর থেকেই ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার অধীনে দলটি বুন্দেসলিগায় শীর্ষস্থান ধরে রেখেছে, অসাধারণ ফুটবল স্টাইল এবং দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে। তরুণ খেলোয়াড়দের উন্নয়ন এবং দলগত সংহতির দিক দিয়ে তিনি প্রশংসিত হয়েছেন। ফলে অনেক দিন ধরেই ফ্লোরেন্তিনো পেরেজের নজরে ছিলেন তিনি।

জানা গেছে, প্রথমে দুই বছরের চুক্তি রিয়ালে যোগ দিবেন আলোনসো। চুক্তি নবায়ন করার সুযোগ থাকবে। আশা করা হচ্ছে, তার হাত ধরে আবারও নিজেদের সেরা ছন্দে ফিরবে স্প্যানিশ জায়ান্টরা।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission