ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ১১:১২ এএম


ম্যান ইউ
ছবি- ম্যান ইউ

ইনজুরি টাইমের নাটকীয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন এড়াতে লড়া ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) জি-টেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। তব কিছুক্ষণের মধ্যেই ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান ক্রিস্টোফার আইয়ের।

এদিন প্রথমার্ধে নিরঙ্কুশ আধিপত্য দেখায় ব্রেন্টফোর্ড। কিন্তু দুইবার পোস্টে লেগে বল ফিরলে গোল বঞ্চিত হয় দলটি। বিরতির আগেই ১৪টি গোলের সুযোগ তৈরি করেছিল ব্রেন্টফোর্ড। কিন্তু কোনোটিই সফল হয়নি।

বিজ্ঞাপন

ম্যাচের তৃতীয় মিনিটেই লক্ষ্যভ্রষ্ট হয় ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজের নিচু শট। তবে এরপরই ব্রেন্টফোর্ডের আক্রমণের ঝড় শুরু হয়। ম্যাচের ২৪তম মিনিটে পোস্টে বাধা পেয়ে ফিরে আসে ইভান টোনির শট।

ম্যাচের ৩২তম মিনিটে ডিফেন্ডার মাতিয়াস ইয়োনসেনের হেডও ক্রসবারে লেগে ফিরে আসে। এতে হতাশ হয় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে উন্নতি করলেও গোল আদায় করতে পারেনি ম্যানচেস্টার। তবে নাটকের তখনও বাকি।

বিজ্ঞাপন

এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ক্লাবের পক্ষে নিজের প্রথম গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন ম্যাসন মাউন্ট। কিন্তু নবম মিনিটে ক্রিস্টোফার আজের সমতা ফেরালে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

বিজ্ঞাপন

এতে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ম্যান ইউ। অন্যদিকে ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ব্রেন্টফোর্ড। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission