ধোনিকে কোহলির সমর্থন মনে রাখার মতো: গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ , ০৬:১২ পিএম


ধোনিকে কোহলির সমর্থন মনে রাখার মতো: গাঙ্গুলি

সমালোচনার তীরে বিদ্ধ হয়ে বারবার নুইয়ে পড়ছেন মাহেন্দ্র সিং ধোনি। বারবারই তাকে তুলে ধরছেন বিরাট কোহলি। সাবেক অধিনায়ক কাম সতীর্থকে ব্যাটিং জিনিয়াসের এমন সাপোর্ট দেয়ার বিষয়টি ভীষণ মনে ধরেছে ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির। এতটাই ভালো লেগেছে যে, ধোনিকে কোহলির সমর্থন মনে রাখার মতো উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বয়স ৩৬ হয়ে গেছে। এক ম্যাচে রান পাচ্ছেন তো আরেক গেমে না। তবে খুব যে খারাপ খেলছেন তা কিন্তু নয়। তবু মৌমাছির মতো ধোনির পেছনে লেগেছেন ক্রিকেট সংশ্লিষ্ট-বহির্ভূত ব্যক্তিরা। যে যার মতো করে ধুয়ে দিচ্ছেন তাকে। অনেকে মাহিকে অবসর নিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার বলছেন, বর্তমান ভারতীয় দলে তার খেলার যোগ্যতাই নেই। তবু ‘ক্যাপ্টেন কুলকে’ সমর্থন দিয়ে যাচ্ছেন বিরাট।

এর ভূয়সী প্রশংসা করে সৌরভ বলেন, ‘কোহলি অসাধারণ অধিনায়ক। সে কিভাবে দলের খেলোয়াড়দের ম্যানেজ করে তা জানি না। তবে যেভাবে সবাইকে সমর্থন দিয়ে যাচ্ছে তা উল্লেখযোগ্য। বিশেষ করে ধোনির প্রতি তার সমর্থন মনে রাখার মতো।’

বিজ্ঞাপন

সম্প্রতি কলকাতায় একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে যান সৌরভ। সেখানে তিনি বলেন, ‘কোহলি ধোনিকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তা এককথায় অসাধারণ। একজন চ্যাম্পিয়ন (ধোনি) ক্রিকেটার ক্যারিয়ারের অন্তিম লগ্নে আছে। তাকে সমর্থন করা অবশ্য করণীয়।’

মোহাম্মদ আজহারউদ্দিনের ফিক্সিং কেলেঙ্কারিতে টালমাটাল হয়ে যায় ভারতীয় ক্রিকেট। দলে অধিনায়কত্বের পদটি শূন্য হয়ে পড়ে। তার স্থলাভিষিক্ত হয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটের রূপই পাল্টে দেন সৌরভ। বিশ্ব ক্রিকেটে ভারতকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন। সেই তুলনায় একদম নির্ঝঞ্ঝাট দলের দায়িত্ব পান কোহলি। দল সামলাতে বা গোছাতে কোনো ঝামেলাই পোহাতে হয়নি।

তবে কোহলির অধিনায়কত্বকে খাট করে দেখছেন না দাদা। তিনি বলেন, ‘সে উঁচুমানের ক্রিকেটার। ভারতের ইতিহাসে অন্যতম সেরা। ও ভালো অধিনায়কও। খুব সুন্দর করে সবকিছু নিয়ন্ত্রণ করে। সে সবসময় জিততে চায়। একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের এ মানসিকতা থাকা অপরিহার্য।’

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission