একরাম হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, ফেনী

সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ০৯:৫৯ এএম


একরাম হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রুটি সোহেল (৩৪) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাফায়াত জানান, রোববার গভীর রাতে একদল ডাকাত শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্যে করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ নম্বর আসামি এ রুটি সোহেল। বিরিঞ্চি এলাকার ব্যবসায়ী আবু সাইদ হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission