মাঠে ওরা ১১ জন, সঙ্গে গোটা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ০২:২৯ পিএম


মাঠে ওরা ১১ জন, সঙ্গে গোটা বাংলাদেশ

ভারত বধে মাঠে নামতে বেশি দেরি নেই মাশরাফি বাহিনীর। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ইংল্যান্ডের এজবাস্টনে কোহেলিদের সঙ্গে লড়বে সাকিব-তামিমরা। আর সে দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

বিজ্ঞাপন

দেশের হয়ে নতুন ইতিহাস গড়তে এখন থেকে দেড় ঘণ্টারও কম সময় পর মাঠে নামবে বাংলাদেশ। মাঠে ওরা ১১ জন খেললেও সঙ্গে আছে গোটা বাংলাদেশ। ১৬ কোটি জনগণের এখন একটাই প্রার্থনা, ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলবে টাইগাররা।

প্রথমবারের মতো বড় কোনো আসরের সেমিতে ওঠায় টাইগার ভক্তদের মনে আনন্দের শেষ নেই। সবার এখন চোখ আসছে ১৮ জুন পাকিস্তানের সঙ্গে ফাইনাল খেলায়। আর সেজন্য বড় বাধা ভারত। আর এজবাস্টনে ভারত বধের কাব্য রচনা করতে পারলেই হয়ে যাবে স্বপ্ন পূরণ।

বিজ্ঞাপন

কোটি ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণে পিছিয়ে নেই টাইগাররাও। নিজেদের সেরাটা উপহার দিয়ে ফাইনালে ওঠার বাধা অতিক্রম করতে দৃঢ প্রত্যয়ী সাকিব-তামিম, মুশফিকরা।

শুধু ফাইনালে ওঠা নয়। ভারতকে হারাতে পারলে মনের জ্বালা মিটবে টাইগার ভক্তদের। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত হার আজও ভুলেনি ১৬ কোটি বাঙালি। 

আজ ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রপির সেমি ফাইনালে ভারতকে হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। একইসঙ্গে নেয়া হবে ২০১৫ বিশ্বকাপে বিতর্কিত হারের প্রতিশোধ।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে আজকের সেমিতে মাশরাফিদের বড় অনুপ্রেরণা ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ। সেই জয় প্রথমবারের মতো টাইগারা উঠেছিল সুপার এইটে। আর ভারতের বিদায় হয়েছিল গ্রুপ পর্বে।

বিজ্ঞাপন

এরপর আরো বেশ কয়েকবার আইসিসির বড় আসরে দেখা হয়েছে ধোনি-কোহেলিদের সঙ্গে। তার মধ্যে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু কাঙ্ক্ষিত জয় আর আসেনি।

আর সেজন্য আজকের ম্যাচে জয় সবদিক থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সেটি অর্জিত হলেই সব ইতিহাস লেখা হবে টাইগারদের।

দেশের ১৬ কোটি টাইগার ভক্তের প্রার্থনা আজকের ম্যাচে যেন বিজয় ছিনিয়ে আনতে পারে মাশরাফিরা। তাহলে ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান আরো শক্ত হবে সাকিব-তামিমদের।

এইচটি/ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission