ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় যাত্রীবাহী লোকাল বাস উল্টে শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো অন্তত ১৫জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতরা হলেন এসকেন্দার ফরাজি (৪৮), তিনি হাজরাহাটি গ্রামের রাশেদ ফরাজির পুত্র এবং আল-জাবেদ (৯মাস), সে পাথরাইল মোহন মিয়ার পুত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে মাওয়াঘাট থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাস (ফরিদপুর-ব-১২২) ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটে।
তিনি জানান মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।
জেএইচ