নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ দল। ১৩ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান।
এদিকে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি। ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪১ রান।
এর আগে লন্ডনের ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।
৯৬ বলে ৭৭ রানে অপরাজিত আছেন তামিম। তার সঙ্গে ক্রিজে আছেন মাহমুদল্লাহ রিয়াদ।
অফ ফর্মে থাকা সাকিব আল হাসান ৪৮ বলে ২৯ রান করে ট্রাভিস হেডের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন। দলীয় ২২ রানের সময় হ্যাজেলউডের বলে ক্যাচ আউটের শিকার হন ওপেনার সৌম্য সরকার। বিদায় নেওয়ার আগে ১১ বল মোকাবেলা করে তিনি সংগ্রহ করেন মাত্র ৩ রান। এরপর দলীয় ৩৭ রানের সময় ওয়ানডাউনে নামা ইমরুল কায়েসও পথ ধরেন সৌম্যের। কামিন্সের বলে ফিঞ্চের তালুবন্দি হয়ে ফেরার আগে তিনি ১৬ বলে সংগ্রহ করেন মাত্র ৬ রান।
এ ম্যাচে বোলিং শক্তি বৃদ্ধির জন্য মূল একাদশে মোসাদ্দেকের পরিবর্তে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
সব শেষ ২০১১ সালে ঘরের মাঠে অজিদের মুখোমুখি হয়েছিলে বাংলাদেশ। সেই ম্যাচসহ, পর্যন্ত ১৯ বার দেখায় জয়ের সংখ্যা মাত্র ১টিতে।
এবার সেই প্রতিপক্ষ অজিদের বিপক্ষে বাড়তি সতর্ক বাংলাদেশ দল। মাঠে নামার আগে শেষ বারের মতো অনুশিলন করছেন টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা হার দিয়ে করলেও দলের পারফরম্যান্স খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। তবে ৩০০ রানের গন্ডি পেরিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় এবার বোলিংয়ে পরিবর্তন আনার ইঙ্গিত সংবাদ সম্মেলনে।
এদিকে, লন্ডনের সন্ত্রসী হামলায় শহর জুড়ে কিছুটা আতংক সৃষ্টি হলেও সেদিকে মনোযোগ দিচ্ছেন না বাংলাদেশের খেলোয়াড়রা। তাদের লক্ষ্য জয়। নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে কেমন করবে বাংলাদেশ তা জানতে এখন শুধু অপেক্ষার পাল্লা।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মইসেস হেনরিকেস, স্টিভ স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।
ওয়াই/