অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৫ জুন ২০১৭ , ০৩:০৬ পিএম


অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ওভালে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিজ্ঞাপন

দুর্দান্ত শুরুর লক্ষ্যে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের আতিথ্য নেয় বাংলাদেশ। সেই পথও তৈরি করে দেন ব্যাটসম্যানরা। তামিমের সেঞ্চুরি ও মুশফিকের ৭০+ রানে ভর করে ৩০৫ রান তোলে টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে ইংলিশদের কাছে হেরে যায় তারা। ফলে এটি মাশরাফিদের জন্য ‘মাস্ট উইন’র ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। হারলেই ছিটকে যাবে তারা।

একে দিবারাত্রি, তারপর আবার বৃষ্টির আশঙ্কা। এছাড়া ওই ম্যাচে আট ব্যাটসম্যান খেলানোয় একজন বোলারের ঘাটতি দেখা গেছে। তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে একটু অন্যভাবে রণকৌশল সাজাতে পারে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ১৯বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। এর মধ্যে মাত্র একটি জয় পেয়েছে টাইগাররা। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের মহাকাব্যিক সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় হাবিবুল বাশারবাহিনী। সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে এ ম্যাচে দল নিয়ে একটু পরীক্ষা-নীরিক্ষা করা হতে পারে।

অজিদের বিপক্ষে দলে অন্তর্ভুক্ত হতে পারেন পেসার তাসকিন আহমেদ বা স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে কন্ডিশন বিবেচনায় মিরাজের সম্ভাবনা বেশি। তবুও তা খোলাসা করে বলেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ পূর্বর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উইকেট দেখে তা চূড়ান্ত করা হবে।

যদি দলে একজন বোলার বাড়ে তাহলে ৮ ব্যাটসম্যানের ব্যাটিং লাইন ছেঁটে ফেলা হবে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা ব্যাটসম্যান ইমরুল কায়েস।

বিজ্ঞাপন

এবার চলুন একনজরে দেখে নেয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশ কেমন হতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. সাকিব আল হাসান, ৭. মোসাদ্দেক হোসেন সৈকত, ৮. মেহেদী হাসান মিরাজ/তাসকিন আহমেদ, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. রুবেল হোসেন ও ১১. মুস্তাফিজুর রহমান।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission