সাভারে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগনদী থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে তুরাগ নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অজ্ঞাত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান পুলিশ।
সাভার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএইচ