ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ মে ২০১৭ , ০৯:১৬ এএম


ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

চালু হলো ঢাকা-খুলনা-কলকাতা সরাসরি বাস চলাচল। সোমবার সকালে রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস টার্মিনালে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান।

বিজ্ঞাপন

গ্রিনলাইন পরিবহন ও বিআরটিসির যৌথ উদ্যোগে এ রুটে বাস চলবে।

ঢাকা থেকে এ বাসে কলকাতা যেতে লাগবে প্রায় ১০ ঘণ্টা। এ যাত্রায়  মূল সুবিধাটা হলো যাত্রাপথে কোনো বাস পরিবর্তন করতে হবে না। ঢাকা থেকে যে বাসে রওয়ানা হবেন যাত্রী সেই একই বাসে কলকাতা নামবেন। 

বিজ্ঞাপন

সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় কমলাপুর বিআরটিসি টার্মিনাল থেকে ছেড়ে যাবে বাস। আর কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড় ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রিনলাইন পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. আলাউদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম এলাহী, বিআরসির ডিজিএম রফিকুল ইসলাম।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission