২০১১ সালে চেলসির হয়ে অভিষেক হয় লুকাকুর। দুই দফা আলাদা দুটি দলে লোনে খেলার পর বিদায় নেন ২০১৪ সালে। চলতি মৌসুমে আবারও ফিরেছেন স্ট্যামফোর্ড ব্রিজে। মাঠে নেমেই বাজিমাত বেলজিয়ান স্ট্রাইকারের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল আর্সেনাল। এই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে দল। গোল তুলেছেন লুকাকু।
রোববার (২২ আগস্ট) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো চেলসি। এমিরেটস স্টেডিয়ামে বলের দখল বা আক্রমণ কোনও বিভাগেই কুলিয়ে উঠতে পারেনি গানাররা।
ম্যাচের ১৫ মিনিটে রিস জেমসের পাস থেকে চেলসিকে লিড এনে দেন দ্বিতীয় দফা অভিষেকে নামা রোমেলু লুকাকু।
৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমস। এতে শুরুতেই টানা দ্বিতীয় হারের ধাক্কা খেলো আর্সেনাল।
অন্য ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ডেলে আলি।
ওয়াই