এশিয়ায় ফাঁসি কার্যকরে বাংলাদেশ দ্বিতীয়, পাকিস্তান প্রথম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ , ০৬:৩৭ পিএম


এশিয়ায় ফাঁসি কার্যকরে বাংলাদেশ দ্বিতীয়, পাকিস্তান প্রথম

গেলো বছর এশিয়ার ১১টি দেশে কমপক্ষে ১৩০ জনের ফাঁসি কার্যকর করা হয়। এ তালিকায় বাংলাদেশ দ্বিতীয় এবং প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

পাকিস্তানে গেলো বছর ৮৭ জনের ফাঁসি কার্যকর করা হয়। আগের বছর এ সংখ্যা ছিল ৩২৬।

বাংলাদেশে গেলো বছর দশজনের ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্যে খুনের দায়ে আটজনের এবং ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দু’জনের ফাঁসি কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় গেলো বছর ৯ জনের ফাঁসি কার্যকর করা হয়। আগের বছর এ সংখ্যা ছিল ছয়।

আফগানিস্তানে গেলো বছরের শেষ দিকে ৬শ’ জনের ফাঁসির আদেশ দেয়া হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আটজনের ফাঁসি কার্যকর করা হয়।

ইন্দোনেশিয়ায় গেলো বছর মাদকসংক্রান্ত অপরাধের দায়ে তিনজন বিদেশি এবং একজন দেশীয়’র ফাঁসি কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে গেলো বছর খুন ও মাদকপাচারের দায়ে দু’জন মালয়েশিয়ান, একজন নাইজেরিয়ানসহ চারজনের ফাঁসি কার্যকর করা হয়। তবে দোষী সাব্যস্তদের ফাঁসির আদেশ পর্যালোচনা করার নতুন নির্দেশিকাও জারি করেছে দেশটি।

বিজ্ঞাপন

জাপানে গেলো বছর দু’জন পুরুষ ও একজন নারীর ফাঁসি কার্যকর করা হয়।

তাইওয়ানে গেলো বছর একজনের ফাঁসির আদেশ দেয়ার তিন সপ্তাহের মধ্যে তা কার্যকর করা হয়।

ভারতের ডেটাবেইস ডেটালিডস পরিচালিত জরিপের বরাত দিয়ে শুক্রবার এশিয়া নিউজ নেটওয়ার্কে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission