ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ কার্যক্রম

আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১১:৪২ এএম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ কার্যক্রম

এবার স্যাভলন ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইনে যুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ১২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক এর উপস্থিতিতে সপ্তাহব্যাপী ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রমের সূচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর  কামরুল হাসান। বাংলা নববর্ষকে বিবেচনায় রেখে কার্যক্রমটি সাজানো হয়।

বিজ্ঞাপন

দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও জনসচেতনতা বাড়াতে এসিআই এর পণ্য অ্যান্টিসেপ্টিক ব্র্যান্ড স্যাভলন গেলো ৯ ফেব্রুয়ারি থেকে স্যাভলন ক্লিন বাংলাদেশ নামে ক্যাম্পেইন শুরু করেছে। 

৮ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক আনিসুল হকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 

বিজ্ঞাপন

ক্যাম্পেইনটি শুরুর পর থেকে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ, ছাত্র-ছাত্রীসহ মিডিয়া ব্যক্তিত্ব ও সেলেব্রিটিরাও এই ক্যাম্পেইনে অংশ নেন। স্যাভলন ‘চল গড়ি জীবাণুমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগান দিয়ে জনকল্যাণমূলক এ ক্যাম্পেইন শুরু হয়। 

প্রতি বছর নানা বয়সের লাখো মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়। আর প্রাণঘাতী এসব রোগের কারণ আমরা নিজেরাই। দেশের জনসাধারণের একটা বড় অংশ পথে ঘাটে ও যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলে অভ্যস্ত। এর ফলে আমাদের চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং এসব আবর্জনা থেকে প্রাণঘাতী ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু সৃষ্টি হচ্ছে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission