কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।
বিজ্ঞাপন
বুধবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয়।
টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে পলিথিনে মোড়ানো একটি বস্তা থেকে ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিজ্ঞাপন
এসএস