পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ০৮:৪৪ পিএম


সতর্কতা
সংগৃহীত

যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের জন্য ‘অতি বিপজ্জনক’ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই তালিকায় রেখেছে পাকিস্তানকে।

বিজ্ঞাপন

জিও নিউজ জানিয়েছে, এফসিডিও তাদের তালিকা হালনাগাদ করেছে এবং নতুন করে ১০টি দেশের নাম তালিকায় উঠে এসেছে। মোট ২৪টি গন্তব্যকে ব্রিটিশ নাগরিকদের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।

অপরাধ, যুদ্ধ, সন্ত্রাস, রোগ, আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভ্রমণকারীদের নিরাপত্তা হুমকির মত বিষয়গুলো পর্যালোচনা করে এই তালিকা তৈরি করেছে এফসিডিও। তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, সুদান, লেবানন, বেলারুশ ও ফিলিস্তিনি অঞ্চল। এই দেশগুলো ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের জন্য অনিরাপদ বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কালো তালিকায় রাখা হয়েছে আফগানিস্তান, বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, হাইতি, ইরাক, ইসরাইল, লেবানন, লিবিয়া, মালি, নাইজার, উত্তর কোরিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, দক্ষিণ সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও একটি ‘রেড লিস্ট’ করেছে। এই তালিকায় থাকা দেশগুলোতে খুব জরুরি নাহলে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission