নির্বাচনের আগেই উত্তপ্ত এফডিসি

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ০৪:৫৯ পিএম


নির্বাচনের আগেই উত্তপ্ত এফডিসি
ছবি : সংগৃহীত

আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২০২৪-২৬ মেয়াদের এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটের দিন এফডিসিতে সমিতির ভোটার ছাড়া অন্যদের প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন নির্মাতারা। যে কারণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এফডিসিতে।

বিজ্ঞাপন

চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি ফেসবুকে লিখেছেন, ‘কোনো পরিচালক অ্যাকশন না বলা পর্যন্ত যে শিল্পীরা মূর্তির মতন দাঁড়িয়ে থাকে, তারাই আজকে পরিচালকদের এফডিসিতে ঢুকতে নিষেধ করছে, কি চমৎকার !’

বিজ্ঞাপন

ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক বুলবুল বিশ্বাসও। তিনি লিখেছেন, ‘পরিচালকরা যে অভিনয়শিল্পীদের বাপ, তা মনে হয় শিল্পী সমিতি ভুলে গেছে। সময় এসেছে তাদের তা মনে করিয়ে দেওয়ার’   

পরিচালক সাজ্জাদ খান লিখেছেন, ‘বিএফডিসিকে কি শ্বশুরবাড়ির সম্পত্তি মনে করছে নাকি কেউ! এফডিসি কোনো একটা সংগঠনের জন্য না। আগেরবার ঠিকঠাক প্রতিবাদ না-হওয়ায় এবারও তারা এই সাহস দেখাচ্ছে। এফডিসি নির্বাচন মানে নতুন পুরাতনের মিলনমেলা। এই সুন্দর পরিবেশ যারাই নষ্ট করার চেষ্টা করছেন, তারাই সিনেমার প্রধান শত্রু। কোনো রাজনৈতিক নেতার ফোন থাকলে এবার তার নাম প্রকাশ করা হোক। জাতি চিনে রাখুক কে সেই নেতা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১৫ এপ্রিল) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৫ এপ্রিল বিকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন- ২০২৪-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিএফডিসির সভাকক্ষে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন বোর্ড এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন ১৯ এপ্রিল বিএফডিসির অভ্যন্তরে শিল্পী সমিতির স্টাডিরুমে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে শুধুমাত্র শিল্পী সমিতির ভোটারগণ ব্যতিত অন্য কাউকে বিএফডিসির অভ্যন্তরে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনের দিন এফডিসিতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসানো হবে বলেও জানানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission