বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে চালের দাম বেড়ে গেছে। বিশেষ করে কোরবানির ঈদের পর থেকেই চালের দাম বাড়তি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় চালের দাম আরও বেড়েছে। বিশেষ করে নাজিরশাইল, কাটারি নাজির, জিরাশাইল, মিনিকেটসহ বিভিন্ন ধরনের সরু চালের দাম বাড়তি।
বাজারে সরু চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। একই অবস্থা মাঝারি মানের চালেও। যেসব মাঝারি মানের চাল সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ৫৬ টাকায়, তা আজ ৬০ টাকায় বিক্রি হয়েছে। মোটা চাল কিনতে বর্তমানে সর্বনিম্ন ৫৫ টাকা লাগছে, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা।
ক্রেতারা জানান, মাসখানেক আগে কাটারি নাজিরের ২৫ কেজির চালের প্যাকেট ছিল ১ হাজার ৮৫০ টাকায়, যা আজ বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। এভাবে দাম বাড়তে থাকলে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাবে।
তারা আরও জানান, বোরো মৌসুম শুরু হওয়ার পর মাত্র এক থেকে দেড় মাস চালের দাম কিছুটা কমে বিক্রি হয়েছিল। এরপর আবার বেড়ে আগের অবস্থানে ফিরে আসছে।
ব্যবসায়ীদের অভিযোগ, চাল আমদানির উদ্যোগ না নিলে সামনের দিনগুলোয় দাম আরও বাড়তে পারে। কারণ, আমন মৌসুম আসতে আরও অনেক সময় বাকি।
দাম বাড়তির কারণ হিসেবে অনেকেই গোপন চাঁদাবাজিকে দায়ী করছেন। বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি, ব্যবসায়ি সিন্ডিকেটে জড়িতদের শাস্তির দাবি ক্রেতাদের।
আরটিভি/আরএ