শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে যেভাবে

জাহিদ রহমান

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১১:৪১ এএম


শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে যেভাবে
সংগৃহীত ছবি

৩ জুলাই ২০২৪, আন্দোলন ছড়িয়ে পড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে। সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ চার দফা দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ শ্লোগানে ফেটে পড়ে ছাত্র সমাজ।

বিজ্ঞাপন

দিনের শুরুতেই রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখান থেকে স্লোগান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে টিএসসি, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, এমন আরও নানান স্লোগানে ৩ জুলাই আন্দোলন ছড়িয়ে পরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে।

এদিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় তাতীঁ বাজার মোড়ে।

বিজ্ঞাপন

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করে। কাফন পরে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তখন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission