‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া দরকার ছিল’

আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১১:৩৫ এএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া দরকার ছিল: জাহেদ উর রহমা
ফাইল ছবি

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সবার আগে ভেঙে দেওয়ার দরকার ছিল। 

বিজ্ঞাপন

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, একটা-দুটো জায়গায় যদি হয়ে থাকে (চাঁদাবাজি), তাহলে সব কমিটি কেন বাতিল করেছেন? তার মানে উমামা ফাতেমা যে অভিযোগ করেছেন, এটা একটা সিস্টেম্যাটিক ব্যাপার। যেটা ছাত্র উপদেষ্টাদের যোগসাজসে জানা-শোনার মধ্য দিয়ে হয়েছে। যদি তাই হয়ে থাকে, এই কেন্দ্রীয় কমিটি সবচাইতে বেশি দায়ী।

বিজ্ঞাপন

টক শো অনুষ্ঠানে তিনি বলেন, কারণ সুপ্রিম যিনি আদেশ দেন, যিনি এসব জানেন, তারা সবার আগে ওটা ভাঙার কথা। কারণ তারা যখন সবগুলো কমিটি ভেঙে দিচ্ছে, তাতে প্রমাণ হয়, বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা আছে। 

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে অভিযোগ এলো— কয়েক ’শ কোটি টাকা তিনি বানিয়েছেন। দুদক তাকে ডেকেছে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। 

টক শো অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখন আমি এভাবে বলি, এপিএস তো চাঁদের মতো। তার নিজের আলো নেই। সে আলো পায় সূর্যের কাছ থেকে। সূর্য হচ্ছে মন্ত্রী, মানে উনি যদি কারো কাছ থেকে টাকা-পয়সা নিয়ে থাকেন, তদবিরবাজি করে থাকেন, এ কাজ কে করেছে? আমি বলছি না আসিফ মাহমুদ এ ঘটানায় দায়ীই। কিন্তু উচিত ছিল তাকেও এটার পার্ট করা। দুদক কি তার বিরুদ্ধে তদন্ত করতে পারত না? তদন্ত করা মানেই তো তাকে অপরাধী বলে ফেলা নয়। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission