হঠাৎ বিস্ফোরক অভিযোগ তনির

আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৫:০১ পিএম


হঠাৎ বিস্ফোরক অভিযোগ তনির
ছবি: সংগৃহীত

ফেসবুকে কিছু স্ক্রিনশট প্রকাশ করে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি অভিযোগ করেছেন, তার সন্তানদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

রুবাইয়াত ফাতিমা তনি লিখেছেন, আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে! এইগুলোর দায়ভার কে নেবে! 

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, আমার মামলা করা উচিত কি না? আমার বোনকে টেক্সট করে এইসব থ্রেট দিচ্ছে। 

সবশেষে এই নারী উদ্যোক্তা লিখেছেন, আমার ছেলে-মেয়ের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে!’

Capture

বিজ্ঞাপন

পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তনি একটি আইডির লিংক দিয়েছেন। সেই আইডি থেকেই তার বোনকে মেসেজগুলো করা হয়েছে। তবে আইডিটি ফেক বলেই মনে করছেন তার অনুরাগীরা। 

বিজ্ঞাপন

এই ধরনের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। কেউ মন্তব্য করেছেন ‘তার হয়তো নিজের সন্তান নাই। নাহলে কারও ছেলে-মেয়ে কে এভাবে কেউ বলতে পারে?’ 

আবার কেউ লিখেছেন, ‘মানুষ কতটা জঘন্য হলে এরকম বলে!’ 

প্রসঙ্গত, ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী রুবাইয়াত ফাতিমা তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে। 

ব্যবসায়ী শাহাদাত হোসাইনকে বিয়ে করে তনি আলোচনায় আসেন। দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম হয় তুমুল আলোচনা। এ বছরের শুরুর দিকে মারা যান শাহাদাত হোসাইন।

স্বামীর মৃত্যুতে শোকাহত তনি বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত রয়েছেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission