পিনাকীর পোস্টে তোলপাড়, খালেদা জিয়া কি রাষ্ট্রপতি হচ্ছেন?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৩:১০ পিএম


পিনাকীর পোস্টে তোলপাড়, খালেদা জিয়া কি রাষ্ট্রপতি হচ্ছেন?
ফাইল ছবি

‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ এমন শিনোনামে একটি ভিডিও পোস্ট করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। এ ছাড়া এ সংক্রান্ত আরও দুটি পোস্ট করেছেন তিনি। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশের’ রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন পিনাকী ভট্টাচার্য।

খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।

বিজ্ঞাপন

এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী আরেক পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।

আরও পড়ুন

এরপরেই ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্রা ব্যক্তি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উচু করে লড়াই করতে। খালেদা জিয়া বলেছিলেন ‘ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ শুধু তাই নয়, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন।

বিজ্ঞাপন

পিনাকী আরও বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস- এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না। 

বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে রাজনৈতিক এই বিশ্লেষক বলেন, আমাদের সংসদ সমস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। উনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission