মাটির ওপর বাতাসে ভেসে হাঁটলেন যুবক, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ  

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১২:৪৭ পিএম


মাটির উপর বাতাসে ভেসে হাঁটলেন যুবক, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালো টি-শার্ট পরা এক যুবককে খোলা মাঠে বেশকিছু দর্শকের সামনে বাতাসে ভর করে হেঁটে দেখাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিও দেখে মনে হচ্ছে, তার ক্ষেত্রে মধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। যেন কোনো অদৃশ্য সিঁড়ি বেয়ে তিনি ওঠানামা করছেন। ভাইরাল হওয়া এই যুবকের ক্ষমতা ও দক্ষতা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছে নেটিজেনরা। 

আরও পড়ুন

গত ১৬ জুন binde_stunts নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশ করা হয়। যা এখনও পর্যন্ত ৩২.২ মিলিয়ন অর্থাৎ ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে। 

নেটিজেনদের একাংশের দাবি, ভিডিওটিতে এডিটিং ও এআইকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কেউ কেউ বলছে, আগাগোড়াই বাস্তবসম্মত। তাদের মতে, এক্ষেত্রে যুবক এয়ার বাংকিং প্রযুক্তি নিখুঁতভাবে ব্যবহার করেছেন।

বিজ্ঞাপন

এয়ার বাংকিং হলো, বিশেষ এক ধরনের হাঁটার কৌশল। যেটি প্রয়োগ করতে গেলে এমনভাবে হাঁটতে হবে, যা দেখে মনে হবে যে মানুষটি হাওয়ায় ভর করে চলেছেন। 

এটি এমনই এক পারফরম্যান্স স্কিল, যা সঠিক শারীরিক ভারসাম্য, অটুট দৈহিক শক্তি এবং স্টিক মুভমেন্টএর সাহায্যে দর্শনার্থীদের দৃষ্টিবিভ্রম জাগিয়ে তুলে বিশ্বাস করানো সম্ভব যে, এক ব্যক্তি জমির উপরে ভেসে হাওয়ায় ভর দিয়ে হাঁটছেন। সাধারণত এই কৌশল মার্শাল আর্টস অথবা নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত থাকে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission