দাবি আদায়ে মাঠে ইবতেদায়ি শিক্ষকরা, যা বললেন আহমাদুল্লাহ

আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ১২:৩০ পিএম


দাবি আদায়ে মাঠে ইবতেদায়ি শিক্ষকরা, যা বললেন আহমাদুল্লাহ
ফাইল ছবি

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদরাসার শিক্ষকরা। এ অবস্থায় রোববার (২৬ জানুয়ারি) তাদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) রাতে তিনি এই স্ট্যাটাস দেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত ৪০ বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা- সরকার সবই চাপিয়ে দিচ্ছে। কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, সম্মানীয় শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্যও রাস্তায় নামতে বাধ্য হন, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।

আলোচিত এই ইসলামিক বক্তা লিখেছেন, সরকারের উচিত এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেওয়া। আশা করি, সরকার সুবেবচনার পরিচয় দেবে।

বিজ্ঞাপন

পরে পোস্টের মন্তব্যের ঘরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই চেয়ারম্যান লিখেছেন, অথচ একই সময়ে একই পরিপত্রে চালু হওয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো ২০১৩ সালে সরকারিকরণ করা হয়েছে। শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ি ও রেজিস্টার্ড প্রাইমারি স্কুল উভয় ধারার শিক্ষকদেরই সম্মানী ছিল ৫০০ টাকা। 

বিজ্ঞাপন

সবশেষে তিনি লিখেছেন, ৪০ বছরের ব্যবধানে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলগুলোর শিক্ষকদের বেতন-ভাতা ৩০ হাজারের মতো, স্কুলগুলো ভবন পেয়েছে, নান্দনিক সীমানা প্রাচীর পেয়েছে। সেখানে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের ভাতা ৩ হাজারও না। এর চেয়ে বড় বৈষম্য আর কী হতে পারে!

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission