হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার, করতে হবে যেসব আমল

ধর্ম ডেস্ক

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ১১:২৪ পিএম


হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার, করতে হবে যেসব আমল
ছবি: সংগৃহীত

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে । পরদিন ৫ জুন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফার দিন। 

বিজ্ঞাপন

সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানায়, জিলহজ মাসের চাঁদ দেখার পর ৪ জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। 

হজের আনুষ্ঠানিকতার সূচনা হিসেবে আগামীকাল ইহরাম বেঁধে মিনায় যাবেন হজযাত্রীরা। পরে সেখানে তারা পুরো সময় ইবাদতে কাটাবেন।

বিজ্ঞাপন

হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। এ ছাড়া মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করাও সুন্নত।

হাজিরা মিনায় অবস্থানকালে তালবিয়া, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। এখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। সবসময় জিকির-আজকারে মশগুল থাকা উচিত। জিকির ও ইবাদতে মগ্ন থাকা মিনার খুবই গুরুত্বপূর্ণ আমল। অনর্থক গল্প-গুজব থেকে বিরত থাকা আবশ্যক। 

মিনায় হাজিদের রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবু রয়েছে। প্রত্যেক তাঁবুর আলাদা নম্বর দেওয়া। সব তাঁবুই শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে হাজিদের এজেন্সির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission