বাংলাদেশ দূতাবাস রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

আসলামউজ্জামান, ইতালি প্রতিনিধি

রোববার, ০৩ আগস্ট ২০২৫ , ০৩:৫২ এএম


বাংলাদেশ দূতাবাস রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন
ছবি: আরটিভি

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের অবদান স্মরণে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সরকার নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুব সমাজের অবদান তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতারা অংশ নেন। বক্তারা বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাকে বিশেষভাবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকার গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রবাসী কর্মীদের প্রবাসে ও দেশে ফিরে সুরক্ষিত জীবনযাপনের নিশ্চয়তা দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission