যুক্তরাজ্যের এইচআইএসএ ইয়ুথ ফেলোশিপে সাদিক আল সরকার

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০২:০৫ পিএম


যুক্তরাজ্যের এইচআইএসএ ইয়ুথ ফেলোশিপে সাদিক আল সরকার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের হিডওয়ে ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক এলিয়েন্স (এইচআইএসএ) ইয়ুথ ফেলোশিপ-২০২৫ এ আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের লিডসাস গ্লোবাল ওপিসি ও প্লান অফ সাস-এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার। ইতোমধ্যে এই ফেলোশিপে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তিনি হাতে পেয়েছেন।

বিজ্ঞাপন

এই সম্মানজনক ফেলোশিপটি চলতি বছরের ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী যুক্তরাজ্যের অক্সফোর্ডে অবস্থিত রোডস হাউস-এ অনুষ্ঠিত হবে।

রোডস হাউস হলো বিশ্বের অন্যতম খ্যাতনামা একাডেমিক ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র, যেখানে অনেক নামকরা নীতিনির্ধারক, বৈশ্বিক নেতা ও প্রভাবশালী চিন্তাবিদ অংশগ্রহণ করেছেন। তাই উদীয়মান পরিবর্তনকামীদের জন্য নীতিনির্ধারণ, নেতৃত্ব উন্নয়ন এবং সহযোগিতামূলক আলোচনা করার আদর্শ স্থান এটি।
এই আয়োজনে বৈশ্বিক নেতাদের সঙ্গে মতবিনিময়, তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশগ্রহণ এবং সহমনা ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ হয়ে থাকে। 

বিজ্ঞাপন

এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফোরাম-২০২৫’ (ওয়াইইএফ২৫)-এও আমন্ত্রণ পেয়েছেন সাদিক আল সরকার। এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০ জন তরুণ নেতা, নীতিনির্ধারক এবং সামাজিক পরিবর্তনকারীরা অংশগ্রহণ করবেন।

সাদিক আল সরকার বিশ্বের বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতিসংঘ আয়োজিত কপ২৯ আজারবাইজান, ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম পর্তুগাল, গ্লোবাল অন্ট্রপেনারশিপ বুটক্যাম্প থাইল্যান্ড, এশিয়ান স্কুল অফ বিজনেস কনফারেন্স মালয়েশিয়ায়। 

তিনি কাজ করেছে নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, দুবাই, ফ্রান্সসহ দেশি বিদেশী সব সেরা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে। 

বিজ্ঞাপন

কর্মগুণে টোকেন অফ লাভ, অ্যাপ্রিসিয়েশন ফর ট্রেমেনডাস সাপোর্টসহ জাতীয় ও আন্তর্জাতিক একাধিক বিশেষ সম্মাননা অর্জনের গৌরব অর্জন করেছে সাদিক আল সরকার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের ১৭টি এসডিজি গোল নিয়ে কাজ করা সংগঠন প্ল্যান অব সাস–এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার কপ২৯ও এ অংশ নেন। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণসহ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে নানা দিক সেখানে তুলে ধরেন। প্ল্যান অব সাস এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), এসডিজি বা বৈশ্বিক লক্ষ্যসমূহ হলো ১৭টি আন্তসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলোর একটি সংগ্রহ, যা ‘সকলের জন্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ’ অর্জনের পরিকল্পনা হিসেবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ প্রণীত এসডিজির মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission