জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মিশিগানে আলোচনা সভা

যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১১:১০ এএম


জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মিশিগানে আলোচনা সভা
সংগৃহীত ছবি

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোবাবর (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির স্থানীয় একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আ ন ম অহিদ আহমদ। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য মাওলানা সুহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, হেমট্রামিক সিটির মেয়র প্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলমনি অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু। 

ফোরামের সেক্রেটারি হামিদ খান ও সহকারী সেক্রেটারী ফাহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে মিশিগানের রেনেসাঁ কালচারাল গ্রুপ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করে।

বক্তারা হৃদয়ে বাংলাদেশ স্মৃতিতে রক্তাক্ত জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আধিপত্যবাদ বিরোধী সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামাল রহমান, দেলোয়ার আনসার, ফখরুল ইসলাম লয়েস, মাওলানা নেছার উদ্দিন আহমদ, মোহাম্মদ ইদ্রিস আলী, রব্বানী তালুকদার, মইনুল হক, ফরিদ উদ্দিন শিপলু, মাসকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী, আলবি চৌধুরী প্রমূখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফেরাত এবং বিগত দিনে ঢাকার মাইলস্টোন স্কুলে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission