এবার ফিলাডেলফিয়ার দর্শক মাতালেন রকস্টার জেমস

রাফসান হাসান, নিউইয়র্ক প্রতিনিধি

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৯:৪৫ পিএম


এবার ফিলাডেলফিয়ার দর্শক মাতালেন রকস্টার জেমস
ফাইল ছবি।

লস-অ্যাঞ্জেলসের পর এবার ফিলাডেলফিয়াও মাতালেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের এই প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্টের জমকালো পরিবেশনায় মুগ্ধ হয়েছেন ফিলাডেলফিয়ার হাজারো প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র কনসার্ট ট্যুরের অংশ হিসেবে গেলো জুন থেকেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি শিল্পী। আর বিভিন্ন শহরে কনসার্টের মাধ্যমে সমৃদ্ধশালী বাংলা সংগীতকে পরিচিত করছেন আরও মোহনীয়রূপে।

এরই ধারাবাহিকতায় গেল শুক্রবার (২৫ জুলাই) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ‘গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে’ অনুষ্ঠিত হলো রকস্টার জেমসের বর্ণাঢ্য সঙ্গীত সন্ধ্যা। 

বিজ্ঞাপন

কনসার্ট শুরুর আগে প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী পারসানা ইভানা ও রাসেল নৃত্য পরিবেশন করেন। এরপরই হিন্দি সিনেমার নায়কদের মতো মোটরবাইকে চড়ে স্টেজে আসেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। অভিনেত্রী দীঘিকে নিয়ে তার নৃত্য পরিবেশনা এবং অভিনয় শৈলী কনসার্টকে আরও আকর্ষণীয় করে তোলে।

6545125210

এরপরই মঞ্চে আসেন রকস্টার জেমস। শ্রোতার অন্তরে কখনো শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনো চোখে অশ্রু ঝরিয়ে তিনি পরিবেশন করেন বিভিন্ন দর্শকপ্রিয় গান। নেচে গেয়ে প্রিয় শিল্পীর সঙ্গে তাল মেলান শ্রোতারা, মধ্যরাত অবধি চলে এই উন্মাদনা। তার সংগীত আর গিটারের সুরের উম্মাদনায় দর্শকদের মধ্য থেকে ভেসে আসে ‘লাভ ইউ গুরু ধ্বনি’। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেমস দর্শকদের গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। যখন রকস্টার জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’ তখন গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে।

বিজ্ঞাপন

নিউ হোপ হোম কেয়ার এবং রিভারাইন এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টটি সঞ্চালনা করেছেন শারমিনা সিরাজ সোনিয়ার। তার চমৎকার ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণচঞ্চল।

অনুষ্ঠানের আয়োজক নিউ হোপ হোম কেয়ার প্রধান নির্বাহী সাইফুজ্জামান ড্যানী এবং সাইকুল ইসলাম জানান, এই কনসার্ট অনুষ্ঠানের বিক্রীত টিকিটের মূল্য থেকে কিছু অংশ বাংলাদেশের মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারদের মাঝে বিতরণ করা হবে। অনুষ্ঠানের কমিউনিটি পার্টনার নেক্সট জেন ও ঢাকা সার্কেল।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission