মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০:১৪ এএম


মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে টি-২০ টুর্নামেন্ট
ছবি: আরটিভি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ‌‘বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ নামে ১২ দলের এ টুর্নামেন্টে অংশ নেবে দেশটির বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট দল। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের সভাপতি মো. সাইফ উদ্দিন। এ সময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শামিম আহসান। একই সঙ্গে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস। এমসিএ’র পরামর্শে রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের আন্তর্জাতিকমানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। আইসিসি’র নিয়ম মেনে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ার অভিজ্ঞ আম্পায়ারগণ। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন থেকে টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়। এ ছাড়া চ্যাম্পিয়নদের জন্য ট্রফির পাশাপাশি প্রাইজমানি ৩৫০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা) ও রানার আপের জন্য ২০০০ রিঙ্গিত বা ৭০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ ছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্যও রাখা হয়েছে বিশেষ পুরস্কার।

এ ছাড়া খেলাপ্রিয় দর্শকদের মাঠে এসে বিনামূল্যে খেলা উপভোগের আহ্বান জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে যারা মাঠে আসতে পারবেন না তাদের জন্য ফেসবুক ও ইউটিউবে সরাসরি প্রতিটি খেলা দেখানোরও ব্যবস্থা রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, সহ-সভাপতি আব্দুল মোবিন ভুঁইয়া, সহ-সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ম্যাচ, ফিক্সচার,আম্পায়ার ও  স্কোরার কমিটির আহ্বায়ক শাহজাহান আলম, পরিচালক রায়হান, লজিস্টিক পরিচালক মো. ইকবাল হোসেন, লজিস্টিক ম্যানেজার মো. রফিক, মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাসসহ  বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টকে ঘিরে প্রবাসীদের ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা চান আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট  সার্ভিসেস এর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission