মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি অভিবাসী আটক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০২:৫৬ পিএম


মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২ শতাধিক অভিবাসী আটক
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ে অবস্থিত বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ ও নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) জোহর ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রশ্নবিদ্ধ স্থানে বৈধ পারমিট ছাড়া বিদেশিরা কাজ করছে—এমন তথ্য পাওয়ার পর মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২২৫ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটকৃতদের মধ্যে ১৩৩ জন চীনা, ৮৪ জন বাংলাদেশি এবং দুজন করে ইন্দোনেশীয়, পাকিস্তানি ও নেপালি নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। এ ছাড়াও প্রকল্পের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় একজন পুরুষ এবং একজন নারীকে আটক করা হয়েছে।

আটকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা (বৈধ পাস বা অনুমতি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান) এবং ১৫(১)(সি) ধারা (পাস বা অনুমতি মেয়াদোত্তীর্ণ বা বাতিল হওয়ার পর অবস্থান) এর অধীনে তদন্ত চলছে।

রুসদি আরও বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনেও তদন্ত করা হচ্ছে। আটককৃত দুই স্থানীয় নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি) ধারা (বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, অভিযান চলাকালীন ছয়জনকে জিজ্ঞাসাবাদে সহায়তা করার জন্য এনফোর্সমেন্ট ডিভিশন অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission