তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ-সমাবেশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০৫:৫২ পিএম


তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ-সমাবেশ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) ক্যালিফোর্নিয়া বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।

বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।

বিজ্ঞাপন

তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিপলু।

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করছেন তাদের অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন—সহসভাপতি আফজাল হোসেন সিকদার ও শাহাদাত হোসেন শাহিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম-সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সার্জিল বিন ইউসুফ ও কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটু প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission