ডিসমিসালের দিক দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। শুক্রবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মিরাজের বলে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে তিনি এখন সবার ওপরে।
সবমিলিয়ে বাংলাদেশের বর্তমান অধিনায়কের ডিসমিসাল এখন ৮৮টি। এর মধ্যে ৭৭টি ক্যাচ এবং ১১টি স্টাম্পিং। আর পাইলটের ক্যাচ ৭৮টি ও স্টাম্পিং ৯টি।
২০০৫ সালের মে মাসে লর্ডসে এ ইংল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক ঘটে মুশফিকুর রহিমের। এখন পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন তিনি। এসব টেস্ট খেলেই এ কীর্তি গড়লেন ডিপেন্ডেবল ব্যাটসম্যান।
অবশ্য একদিক দিয়ে এগিয়ে পাইলটই। তিনি ৪৪টি টেস্ট খেলে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন। তবে ব্যাটে রান করার দিক দিয়ে এগিয়ে মুশফিক। ৪৯ টেস্টে ৩২.৩১ গড়ে ২ হাজার ৬শ’ ৫০ রান করেছেন তিনি। রয়েছে ১৫টি অর্ধশতক ও ৩টি শতক। ১টি দ্বিশতকও রয়েছে তার।
অন্যদিকে, ব্যাট হাতে পাইলটের পারফরম্যান্সও খারাপ নয়। ১৯.০৪ গড়ে টেস্টে তার রান ১ হাজার ৪শ’৯। রয়েছে ১টি শতক ও ৩টি অর্ধশতক।
ডিএইচ