গণ-অভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে ছাত্রদল: নাছির

আরটিভি নিউজ

রোববার, ০৩ আগস্ট ২০২৫ , ০২:১৫ পিএম


গণঅভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে ছাত্রদল: নাছির
ফাইল ছবি

গণ-অভ্যুত্থানের পর ছাত্রদলের ইতিবাচক রাজনীতি প্রচলন শুরু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

নাছির উদ্দীন বলেন, গত ১৭ বছর বিএনপি কোথাও কর্মসূচি দিলে আওয়ামী লীগ এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতো। তারা উল্টো কর্মসূচি দিয়ে আমাদের আয়োজন নষ্ট করতো। কিন্তু, গণ-অভ্যুত্থানের পর ছাত্রদল ইতিবাচক রাজনীতি প্রচলন শুরু করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো নিবন্ধনও পায়নি। অনুমতিপত্র থাকার পরও শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে সমাবেশ করছি। এর মধ্য দিয়েই রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে।

ছাত্রদল কোনো বিভাজিত রাজনীতি করছে না দাবি করে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। যে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন করেছি, ৫ আগস্টের পর তারাই সেই প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে। একক ইজারাদার হিসেবে তারা পুরো গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং তারাই বলতে পারবে অভ্যুত্থান নিয়ে কেন বিভাজিত রাজনীতি চলছে।

গত তিন নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত তরুণদের অংশগ্রহণে সমাবেশ সফল হবে জানিয়ে নাছির উদ্দীন বলেন, অতীতের চেয়ে বড় ছাত্র সমাবেশে হবে আজ। আশা করছি কয়েক লাখ নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঐতিহাসিক এই সমাবেশে যোগ দেবেন।

বিজ্ঞাপন

নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলেও জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission