জামায়াত আমিরের শারীরিক অবস্থার সবশেষ জানালেন গোলাম পরওয়ার

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৮:০৮ পিএম


জামায়াত আমিরের শারীরিক অবস্থার সবশেষ জানালেন গোলাম পরওয়ার
ফাইল ছবি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের এনজিওগ্রাম পরীক্ষা করা হয়। এতে হার্টে ব্লক ধরা পড়ে। আর্টলারিতে ৩টা এবং আরও মিলিয়ে ৫ থেকে ৬টা। তিনি এখন ভালো আছেন। ব্যথা অনুভব নেই।

গোলাম পরওয়ার বলেন, ব্লকেডের ধরণের কারণে হার্টে রিং পরানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। ওপেন হার্ট সার্জারি নিরাপদ মনে করেছেন ডাক্তাররা। সম্মিলিত সিদ্ধান্তে ওপেন হার্ট সার্জারি করা হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াত আমির বিদেশে চিকিৎসার কথায় রাজি হননি। দেশের চিকিৎসায় তার আস্থা। জনগণের কাছে ভুল বার্তা যাবে বিদেশ গেলে। তাই দেশেই চিকিৎসা। ইউনাইটেড হাসপাতালেই অপারেশন হবে।

জামায়াতের এই নেতা বলেন, দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির অস্ত্রোপচার পরিচালনা করবেন। শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় ওটিতে নেওয়া হবে। 

ডা. শফিকুর রহমানকে দেখার জন্য হাসপাতালে ভীর্ড় না করার অনুরোধ জানিয়ে ঘরে বসে দোয়া, নফল নামাজ, সাদাকা দেওয়ার পরামর্শ দেন গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission