সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি, খুব সতর্ক থাকতে হবে: ফখরুল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১০:৩৮ পিএম


সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি, খুব সতর্ক থাকতে হবে: ফখরুল
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব একটা সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি। তাই খুব সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখুন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যেগুলোর আলামত ভালো না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়।

বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন কী, দেশের মানুষ সেটি বোঝে না। আমরা অবশ্যই সংস্কার চাই। সাধারণ মানুষ চায় নির্বাচন থেকে নতুন সরকার আসুক।

বিএনপির মহাসচিব বলেন, এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) প্রবর্তন করে।

তিনি বলেন, বিএনপি চায় দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক। সে ভোট দিক। ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক। পার্লামেন্ট (সংসদ) তৈরি হোক, সরকার তৈরি হোক। 

বিজ্ঞাপন

ফখরুল আরও বলেন, ভোটে যারা ক্ষমতায় আসবে তারা চালাবে পাঁচ বছর। সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে। নির্বাচনে জনতা তাদের বাদ দিয়ে দেবে, অন্য দলকে দেবে। তাই তো? এই জায়গাটায় যেতে এত তর্ক-বিতর্ক কেন?

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের জন্য অধ্যাপক ইউনূসের সরকারের আর দেরি করা সঠিক হবে না। ফেব্রুয়ারির শুরুতে যে ডেডলাইন (সময়সীমা), এরপরে হলে আপনি (ড. ইউনূস) যে সম্মান নিয়ে এসেছেন, সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা থাকবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission