ফেসবুকে রাশেদ খানের রহস্যময় পোস্ট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৫:৪০ পিএম


ফেসবুকে রাশেদ খানের রহস্যময় পোস্ট
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফেসবুকে তিনি এই স্ট্যাটাস দেন।

রাশেদ খান লিখেছেন, যতটুকু তথ্য পেলাম, আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা কাজটা করছে, অনুমান করার চেষ্টা করুন। যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্য পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ। 

বিজ্ঞাপন

Capture2

তিনি আরও লিখেছেন, জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারাদেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দেবে, ইনশাআল্লাহ।

গণঅধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক লিখেছেন, ঐকমত্যের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেবে আওয়ামী লীগ। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন।

বিজ্ঞাপন

সবশেষে তিনি লিখেছেন, দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission