বিশিষ্ট লেখক, মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) দুপুরে তিনি এ রাজনীতিবিদকে দেখতে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বদরুদ্দীন উমরকে দেখতে সোমবার দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, এ সময় বিএনপি মহাসচিব বদরুদ্দীন উমরের পাশে বসে কিছু সময় কাটান এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার স্বাস্থ্যের খোঁজ নেন। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে দোয়া জানান।
প্রসঙ্গত, গত ২২ জুলাই বদরুদ্দীন উমর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে।
আরটিভি/আইএম