বুড়িগঙ্গায় বছরে দুইবার মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার

আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৮:৪২ পিএম


মেয়র-ডিসিদেরকে বুড়িগঙ্গায় বছরে দুইবার গোসল করার প্রস্তাব জামায়াত নেতার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার নদী ও খালগুলোর দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমরা ঢাকার চারটি নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত দুইবার এ নদীতে গোসল করতে হবে। মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দুইবার নদীতে গোসল করেন, তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাআল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। 

শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, সরকার আসে, সরকার যায়। কিন্তু, নদীর দূষণ কমে না; বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। 

তিনি বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে, তাহলে মেয়র থাকতে পারে না। অথচ, আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে, আমি সেটা পাওয়ার যোগ্য কি না।

বিজ্ঞাপন

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জামায়াতের এ নেতা বলেন, আমরা যদি ১৬-১৭ কোটি মানুষ নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই, তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯ শতাংশ। তার মানে, আমরাই পরিবেশ ধ্বংস করছি। সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ-নদী রক্ষায় সক্রিয় হতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission