হাসপাতালে জামায়াত আমির, সবশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৭:১০ পিএম


হাসপাতালে জামায়াত আমির, সবশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে সমাবেশ শেষে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি। 

তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

অসুস্থতার কারণে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. নজরুল ইসলাম। 

তিনি জানান, তার প্রাথমিক সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রেসার এবং সুগার নরমাল আছে। তিনি এখন সুস্থ আছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির। এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন। জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission