বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ জুলাই দুদিনব্যাপী অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে এ পুনর্গঠন সম্পন্ন হয়।
ঢাকায় অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ‘জুলাই বিপ্লব’-এর নিহত কর্মী শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবির সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‘জুলাই সনদ’ ঘোষণাসহ ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল গণহত্যার বিচার, ফ্যাসিবাদবিরোধী সংস্কার, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন ও ছাত্র সংসদ নির্বাচন আয়োজন।
পরবর্তীতে সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনের (ষাণ্মাসিক) ফলাফল ঘোষণা করা হয়। এতে ১০ জন নতুন সদস্য নির্বাচিত হন। একইসঙ্গে সংগঠনের সভাপতি একজন সদস্যকে মনোনয়নের মাধ্যমে পরিষদে যুক্ত করেন। পরে নবনির্বাচিত ও মনোনীত সদস্যদের সাংবিধানিক শপথ পাঠ করান সভাপতি।
সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সেক্রেটারিয়েটও পুনর্গঠন করেন। এতে ৩০ জনকে বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে ৬১ জন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত ও মনোনীত হয়েছেন বলে জানানো হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, ‘প্রত্যেক সদস্যকে নিজের পড়ার টেবিলকে আন্দোলনের ময়দানে পরিণত করতে হবে। পর্দা, তাকওয়া ও আমানতদারিতার চর্চা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।’ তিনি ইসলামের বিজয়ের জন্য সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিদায়ী সদস্যদের বক্তব্যও ছিল সমাপনী আয়োজনে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, নূরুল ইসলাম বুলবুল, মঞ্জুরুল ইসলাম এবং আন্তর্জাতিক সংগঠন IIFSO-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
আরটিভি/এআর