জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৭তম দিনের কর্মসূচি বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
বেলা দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন এনসিপির হাজারও নেতাকর্মী। পদযাত্রাটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
এর আগে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউজ চত্বরে জড়ো হন।
পদযাত্রা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুর জেলার সমন্বয়ক নীলিমা দোলা এবং জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে, দুপুর ১টা ৩২ মিনিটে গাড়িবহরসহ সার্কিট হাউজে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
আরটিভি/এআর/এস