চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন কিছু উপদেষ্টা: রিজভী

আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ১১:১১ এএম


চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন কিছু উপদেষ্টা: রিজভী
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের নয়। এমনটি হলে জনগণ মানবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। তারা নিজেদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে আমরা প্রতিবাদ করবোই।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।

এরপর জাতীয় কবি প্রসঙ্গে তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলামের লেখা, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা নিয়েছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস। শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন। তাই আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission