নোয়াখালীতেই পাওয়া যাচ্ছে করোনা প্রতিষেধক!

R কিছু ফান ডেস্ক

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০২:৪৮ পিএম


Advertisement of Abul Kashem of Noakhali
নোয়াখালীর আবুল কাশেমের বিজ্ঞাপন

বৈশ্বিক মহামারি করোনার থাবায় পৃথিবীজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তা যেন থামছেই না। চলমান জীবনের ছন্দপতনে আমরা সবাই বিষণ্ণ। করোনাকালীন "নিউ নরমাল" জীবনে অভ্যস্ত হয়ে গেলেও আমাদের সবার মনে একটাই প্রশ্ন, কবে আসবে করোনা ভ্যাকসিন? কবে আমরা করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার ফিরবো আগের জীবনে? বাংলাদেশ, রাশিয়া, আমেরিকা, ভারত কিংবা করোনার উৎপত্তিস্থল চীনও এখনো পর্যন্ত করোনা প্রতিষেধক আবিষ্কারে সফল হতে পারেনি। 

বিজ্ঞাপন

তবে আর নয় হতাশা। বিশ্ববাসীকে আশার আলো দেখিয়েছেন নোয়াখালীর আবুল কাশেম। কেরোসিন তেল ব্যবহারে করোনা পালাবে, এমন এক বিবৃতিতে তিনি জানান ঘরেই তৈরি করে ফেলতে পারবেন করোনা প্রতিষেধক। আবুল কাশেম জানিয়েছেন, আমি কোনো ডাক্তার কিংবা কবিরাজ নই।

এমন বিবৃতির পর প্রতিষেধকটা স্বপ্নে প্রাপ্ত কিনা জানতে চেয়ে তার সাথে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

বিজ্ঞাপন

এছাড়া আবুল কাশেম জানান, এই ওষুধটি ক্রয় কিংবা বিক্রয়যোগ্য নয়, যেকেউ চাইলে ঘরে বসেই এই ওষুধটি বানিয়ে নিতে পারেন। মাত্র ২ ঘণ্টায় করোনা পালাবে, এমন ওষুধ সংগ্রহে আবুল কাশেম তার ঠিকানা দিয়েছেন।

লেখা- রাফি আদনান

উল্লেখ্য, 'R কিছু ফান' আরটিভি নিউজের রম্যবিভাগ।  

বিজ্ঞাপন

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission