প্রেস কাউন্সিলে যুক্ত করা হলো সাংবাদিকসহ ১২ জনকে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৩:৪৪ পিএম


প্রেস কাউন্সিলে যুক্ত করা হলো সাংবাদিকসহ ১২ জনকে
ছবি: সংগৃহীত

প্রেস কাউন্সিলে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে সিনিয়র সাংবাদিকসহ ১২ জনকে। আগামী দুই বছর তারা দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) তথ্য এ সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী সদস্য হিসেবে ১২জনকে মনোনয়ন দিয়ে গেজেট আকারে প্রকাশের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হলো।

বিজ্ঞাপন

‘প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর (৫)(২) উপধারার বিধান অনুযায়ী সদস্য হিসেবে মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।

প্রেস কাউন্সিলের সদস্যদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দ্য নিউ এইজের সম্পাদক নুরুল কবির, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission