আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড পেলেন তিন নারী

আরটিভি নিউজ 

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৯:০৭ পিএম


আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড পেলেন তিন নারী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন পেশার নেতৃত্বে অবদান রাখা তরুণ নারীদের স্বীকৃতি জানাতে ব্র্যাক-আড়ংয়ের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘তাগা’ আয়োজন করেছে ‘আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড ২০২৪-২৫।’

বিজ্ঞাপন

সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিন শুরুতেই অতিথিদের স্বাগত জানান ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। তিনি বলেন, আমরা আজ সেই সকল নারী নেতৃত্বকে উদযাপনের লক্ষ্যে মিলিত হয়েছি, যারা সুযোগের জন্য অপেক্ষা করেননি বরং নিজেরাই সুযোগ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই তরুণ নারী নেতৃত্ব নিজেদের উদ্ভাবনী চিন্তা, সততা, এবং অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে নিজেদের সুযোগ্য বলে প্রমাণ করেছেন শুধু আজকের জন্য নয়, আগামী দিনগুলোর জন্যও।

নারী নেতৃত্বে অবদান রাখায় এবার সারাদেশ থেকে ১০৯টি প্রতিষ্ঠানের ৩০৯টি মনোনয়ন জমা হয়েছিল। এরপর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৯ জন চূড়ান্ত মনোনয়ন পান। মনোনয়ন বাছাইয়ে বিকাশ, দ্য ডেইলি স্টার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বাটা বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ব্র্যাক এন্টারপ্রাইজ এবং পাঠাওয়ের সিনিয়র কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

২০২৪-২৫ সালের তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনজন। তারা হলেন: সাইমা সুলতানা তেরেসা, হেড অফ প্রডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ড গ্রুপ।আয়শা রহমান, ডেপুটি ম্যানেজার, ( প্রোকিওরমেন্ট) ম্যারিকো বাংলাদেশ লিমিটেডআয়শা খাতুন অনন্যা, সিনিয়র এক্সিকিউটিভ, কালেকশন, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড । 

বিজ্ঞাপন

এক প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অতিথিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নারী নেতৃত্বের সম্মিলিত প্রভাবকে উদযাপন করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission