রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৯ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনায় ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহমেদ উল্লাহসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় আমরা শোকাহত, মর্মাহত। কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের এই শোক সইবার শক্তি দিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন নেতৃবৃন্দ। পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় বিবৃতিতে।
আরটিভি/এমএ